• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

আইন-আদালত

আটঘরিয়ায় শাশুড়ি হত্যা মামলায় পুত্রবধূ জেলহাজতে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ মার্চ ২০২৩

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার আটঘরিয়ায় শাশুড়ি হত্যা মামলায় পুত্রবধূ মোসা. খুশি খাতুনকে (৩০) জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার পাবনার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাঁদভা ইউনিয়নের দক্ষিণ হাড়লপাড়া গ্রামে ছাগলের খাবার খাওয়াকে কেন্দ্র করে খুশি খাতুনের (৩০) সঙ্গে তাঁর শাশুড়ি মর্জিনা খাতুনের (৫০) বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মর্জিনার মাথায় ঝাড়ু দিয়ে উপর্যুপরি আঘাত করেন খুশি। এতে গুরুতর আহত হলে মর্জিনা খাতুনের মৃত্যু হয়। ওই দিনই মর্জিনার ছেলে ইয়াকুব আলী বাদী হয়ে আটঘরিয়া থানায় হত্যা মামলা করেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আসামি খুশি খাতুনকে গ্রেপ্তারে অভিযান চলছিল। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার কারণে তিনি আজ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালতের নির্দেশে খুশি খাতুন বর্তমানে জেলহাজতে রয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads